Debidwar Mofiz Uddin Ahammed Pilot Girls High School
Debidwar, Cumilla
EIIN: 105596,   Institute Code: 8452

Chairman Image

মোঃ রায়হানুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) দেবিদ্বার,কুমিল্লা।

সভাপতির বাণী

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় সরকার জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাটি ব্রিটিশ আমল থেকেই শিক্ষা-দীক্ষায় উন্নত। শিক্ষা-ই জাতির মেরুদগু – এই মহান আদর্শকে সামনে রেখে শুরু থেকেই বিদ্যালয়টি ঐতিহ্যের সাথে সংগতি রেখে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানেও আমরা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে মান সম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।